মুম্বই : সম্প্রতি আপকামিং ছবি 'জার্সি'-র শুটিং শেষ করেছেন শাহিদ কাপুর । কিন্তু, এই মুহূর্তে কোনও নতুন ছবিতে হাত দিতে চান না । নতুন ছবির কাজ শুরুর আগে কয়েকটা দিন ছুটি নিতে চান বলে জানিয়েছেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাহিদ । সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "আরও একটা যাত্রা শেষ হল । অন্য কোনও চরিত্রে অভিনয়ের আগে কয়েকটা দিন নিজের সঙ্গে কাটাতে চাই..."।
কোরোনা পরিস্থিতির মধ্যেই উত্তরাখণ্ডে গিয়ে 'জার্সি'-র শুটিং শেষ করেছেন শাহিদ । প্রায় 47 দিন ধরে সেখানেই ছিলেন তিনি । এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, "জার্সি ছাই থেকে ফিনিক্স পাখির উড়ানের গল্প বলবে । জয়ের একটা অসাধারণ কাহিনি ।"
এটি আসলে তেলুগু ছবি 'জার্সি'-র হিন্দি রিমেক । এখানে অর্জুন রায়চাঁদ নামে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । যার ক্রিকেটের ক্যারিয়ার একেবারেই ব্যর্থ । তবে 30 বছর বয়সে ছেলের ইচ্ছাপূরণের জন্য সে ভারতের জন্য খেলবে বলে ঠিক করে । আর এই ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা ও অভিনেতা পঙ্কজ কাপুরকে । ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নাউরি । শাহিদের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে ।
'জার্সি'-র পর একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে শাহিদকে । শশাঙ্ক খৈতানের অ্যাকশন ছবি 'যোদ্ধা'-তে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করবে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ।