দেরাদুন : উত্তরাখণ্ডে চলছিল আপকামিং ছবি 'জার্সি'-র শুটিং । সম্প্রতি এই ছবির শুটিং শেষ করলেন শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুর ।
টুইটারে ছবির শুটিং শেষ হওয়ার কথা শেয়ার করেছেন শাহিদ । পাশাপাশি উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি । লেখেন, "#জার্সি-র শুটিং শেষ হল । এই রাজ্যের একাধিক সুন্দর জায়গায় আমরা শুটিং করেছি । আর এই পরিস্থিতির মধ্যে সুরক্ষিতভাবে শুটিং শেষ করতে পারার জন্য রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই ।"
শাহিদের পাশাপাশি উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ম্রুণালও । তিনি লেখেন, "কোরোনা পরিস্থিতির মধ্যে সুরক্ষিতভাবে শুটিং শেষ করতে পেরেছি আমরা । এই সাহায্যের জন্য উত্তরাখণ্ড সরকারকে অনেক ধন্যবাদ । রাজ্যের একাধিক সুন্দর জায়গায় আমরা শুটিং করেছি ।"
এটি আসলে তেলুগু ছবি 'জার্সি'-র হিন্দি রিমেক । এখানে অর্জুন রায়চাঁদ নামে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । যার ক্রিকেটের ক্যারিয়ার একেবারেই ব্যর্থ । তবে 30 বছর বয়সে ছেলের ইচ্ছাপূরণের জন্য সে ভারতের জন্য খেলবে বলে ঠিক করে । আর এই ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা ও অভিনেতা পঙ্কজ কাপুরকে । ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নাউরি ।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও শাহিদের একাধিক ছবির শুটিং হয়েছে উত্তরাখণ্ডে । তার মধ্যে 'বাত্তি গুল মিটার চালু' ও 'কবির সিং' অন্যতম ।