মুম্বই : শাহরুখ খানকে ভালোবেসে, তাঁকে অনুসরণ করে সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে অসংখ্য় ফ্যানপেজ, ফ্যানক্লাব । তারই মধ্যে একটি ফ্যানক্লাব কোরোনা মোকাবিলায় এগিয়ে এল এক লক্ষ টাকা অনুদান নিয়ে । বুঝিয়ে দিল যে, এই সমস্ত ফ্যানক্লাবগুলোরও কিছু সিরিয়াল অ্যাজেন্ডা থাকতে পারে ।
'SRK ইউনিভার্স ফ্যান ক্লাব' নামের সেই ফ্য়ানক্লাব সোশাল মিডিয়ায় শেয়ার করেছে খবরটি । ক্যাপশনে লেখা হয়েছে, "এটুকু তো আমরা করতেই পারি । আমাদের আইডল শাহরুখ খানের পদচিহ্ন অনুসরণ করে PM কেয়ার্স ফান্ডে আমাদের ছোট্টো অংশগ্রহণ ।"