পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পথ দুর্ঘটনায় আহত শাবানা - শাবানা আজ়মির খবর

মুম্বই-পুনে হাইওয়েতে শাবানা আজ়মির গাড়িতে ধাক্কা লাগে একটি ট্রাকের । গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ।

Shabana Azmi road accident
শাবানা আজ়মি

By

Published : Jan 18, 2020, 5:15 PM IST

Updated : Jan 18, 2020, 9:53 PM IST

মুম্বই : পথ দুর্ঘটনায় আহত শাবানা আজ়মি ৷ গুরুতর আহত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁকে । শাবানার সঙ্গেই ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার ৷ তবে তিনি চোট পাননি । আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ মুম্বই থেকে 60 কিলোমিটার দূরে খালাপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ মুম্বই-পুনে হাইওয়ে ধরে পুনের উদ্দেশে যাচ্ছিলেন শাবানা ৷ খালাপুরের কাছে শাবানার গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে ৷

স্থানীয় লোকজন ও পুলিশ শাবানাকে উদ্ধার করে ৷ তাঁকে নিয়ে যাওয়া হয় নভি মুম্বইয়ের MGM হাসপাতালে । সেখানে শুরু হয় তাঁর চিকিৎসা । গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে খবর । তাঁকেও ওই একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

শাবানার গাড়ি..

সামনে আসে দুর্ঘটনার পরের ছবি ৷ সেখানে দেখা যাচ্ছে, শাবানার গাড়ির বনেট দুমড়ে-মুচড়ে গেছে । ড্রাইভারের পাশে বসার সিটটিরও একই দশা ৷ স্থানীয় বাসিন্দাদের তরফে জানা যায়, দুর্ঘটনার জেরে শাবানার চোখ, মুখ ফুলে যায় ৷ শরীরের একাধিক জায়গায় ক্ষতও হয় ।

আহত শাবানা

শাবানার এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারা ৷ স্বরা ভাস্কর, হনসল মেহতার মতো ব্যক্তিত্ব সোশাল মিডিয়ায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন ৷ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা ৷

Shabana Azmi road accident

জানা গেছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শাবানাকে ৷ দেখে নিন ভিডিয়ো...

কোকিলাবেন হাসপাতালে শিফ্ট করা হচ্ছে শাবানাকে
Last Updated : Jan 18, 2020, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details