পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাংলা মিউজ়িক ভিডিয়োতে এবার স্নেহা উল্লাল - sneha ullal

পরিচালক আকাশ সেনের একটি মিউজ়িক ভিডিয়োতেই দেখা যাবে স্নেহাকে। অ্যালবামে দেখা যাবে সুরাজ কুমার ও আকাশকে।

স্নেহা উল্লাল

By

Published : May 16, 2019, 11:39 AM IST

কলকাতা: 'লাকি-নো টাইম ফর লাভ' ছবিতে সলমান খানের বিপরীতে ডেবিউ করেছিলেন তিনি। আজ সেভাবে বলিউডে দেখা না গেলেও দক্ষিণী ছবিতে কাজ করছেন চুটিয়ে। কথা হচ্ছে অভিনেত্রী স্নেহা উল্লালকে নিয়ে। এবার বাংলা মিউজ়িক ভিডিয়োতে কাজ করতে চলেছেন তিনি।

পরিচালক আকাশ সেনের একটি মিউজ়িক ভিডিয়োতেই দেখা যাবে স্নেহাকে। অ্যালবামে দেখা যাবে সুরাজ কুমার ও আকাশকে।


'লাকি-নো টাইম ফর লাভ' ছবি দিয়ে শুরু করলেও ছবিটি সেভাবে সাফল্য পায়নি। দ্বিতীয় ছবি 'আরিয়ান' ছিল সোহেল খানের বিপরীতে। কিন্তু, সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই তেমন ভালো স্ক্রিপ্টে কাজ পাননি অভিনেত্রী। ফলে বলিউড ছেড়ে তিনি পাড়ি জমাতে যান দক্ষিণী ছবিতে। তেলুগু, কন্নড়, তামিল সহ বাংলাদেশের বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি। এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্নেহা। তাই এই মিউজ়িক ভিডিয়োতে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

ABOUT THE AUTHOR

...view details