পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমির-কন্যা ইরার প্রতিভায় মুগ্ধ সারিকা...

অভিনেত্রী সারিকা এবার প্রযোজনায়। প্রযোজনা করছেন আমির খানের মেয়ে ইরা খানের প্রথম পরিচালিত নাটক 'ইউরিপাইডস মিডিয়া'।

ইরা খান নাটক

By

Published : Sep 2, 2019, 12:44 PM IST

মুম্বই : ইরা খান তাঁর প্রথম নাটক পরিচালনা করতে চলেছেন এই খবর এসেছিল কয়েকদিন আগেই। এবার শোনা যাচ্ছে এই নাটক প্রযোজনা করছেন অভিনেত্রী সারিকা। ইরার নাটক তৈরি করার ভিশন মুগ্ধ করেছে সারিকাকে।

সারিকার প্রযোজনা সংস্থার নাম 'নটাঙ্কিসা প্রোডাকশনস'। সারিকার এই সংস্থার সঙ্গে জুড়েছেন তাঁর বন্ধু সচিন কামানি ও ছোটো মেয়ে অকশারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সারিকা বলেন, "আমরা সেই সময়ে একটি হিন্দি নাটক প্রযোজনা করছিলাম। আর তখনই ইরা আমায় ফোন করে বলে, ওঁর পরিচালিত নাটকে অভিনয় করতে। আমি অভিনয় করতে চাইনি, তাই প্রযোজনা করার অফার দিই।"

আরও পড়ুন : বাবার ক্যানসার, খবরটা পেয়ে মানতেই পারেননি রণবীর

সারিকা আরও বলেন, "ইরা আমার নিজের মেয়ের মতো। ওঁর কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আর ওঁর নাটক তৈরি করার ভিশন দেখে আমি মুগ্ধ। ও যে পরিচালক হিসেবে খুব ভালো কাজ করবে সেই ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।"

2016 সালে 'বার বার দেখ' ছবিতে শেষ দেখা গেছে সারিকাকে। অভিনয় ছেড়ে কেন প্রযোজনার পথ বেছে নিলেন অভিনেত্রী? তিনি বললেন, "সেরকম কোনও ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটা ব্রেক নেওয়া দরকার।" তবে এই তিন বছরে তিনি থিয়েটার ফ্যামিলির একজন হয়ে উঠতে পেরে খুবই খুশি, জানালেন নিজেই।

ABOUT THE AUTHOR

...view details