নিজের সোশাল অ্য়াকাউন্টে মান্য়তার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, "তোমার মত সুন্দর স্ত্রী দেওয়ার জন্য ভগবানকে ধন্য়বাদ দেওয়াও যথেষ্ট নয়। আমি ধন্য তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে। হ্য়াপি অ্য়ানিভারসারি !" বিপাশা বাসু, আয়েশা টাকিয়া ও প্রতীক বব্বরের মতো বেশ কিছু তারকা এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানান।
বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের জন্য বিশেষ বার্তা রাখলেন সঞ্জয় দত্ত
বিবাহিত জীবনের ১১টি বছর কাটিয়ে দিলেন একসঙ্গে। আজ বিবাহিত জীবনের ১১ বছর সম্পূর্ণ করলেন তাঁরা। মান্য়তার মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে ভাগ্য়বান মনে করেন সঞ্জয় দত্ত। স্ত্রীয়ের জন্য রাখলেন এক আবেগপ্রবণ বার্তা।
sanjay and maanyata