পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কথা রাখলেন সলমন, টাকা পেলেন FWICE-র কর্মীরা

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ় বা FWICE-র যে 25 হাজার কর্মীদের দায়িত্ব নিয়েছিলেন সলমন, তাদের অ্যাকাউন্টে এবার টাকা দিতে শুরু করেছেন তিনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

salman khan distributes money to daily wage worker
salman khan distributes money to daily wage worker

By

Published : Apr 7, 2020, 11:53 PM IST

মুম্বই : শিল্পীর এক কথা । FWICE-র যে 25 হাজার কর্মীর দায়িত্ব নিয়েছিলেন সলমন খান, তাদের অ্যাকাউন্টে লকডাউন চলাকালীনই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে ।

FWICE-র জেনারেল সেক্রেটারি অশোক দুবে জানিয়েছেন, "সলমন খান আমাদের থেকে 25 হাজার কর্মীর ডিটেল চেয়েছিলেন । আমরা 19 হাজার কর্মীর ডিটেল জোগাড় করেছি । তার মধ্যে 3 হাজার কর্মী অন্য ফিল্ম স্টুডিয়ো থেকে টাকা পেয়ে গেছেন । তাই বাকি 16 হাজার কর্মীর ডিটেল পাঠাই আমরা সলমনকে ।"

অশোকই জানান, "সেই 16 হাজার কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে । খুব তাড়াতাড়ি সবাই টাকা পেয়ে যাবে ।"

ফাইল চিত্র

অশোক এটাও জানান যে, একবার সলমনের এই টাকাটা ঢুকে গেলে, বাকি কর্মীদের বাছাই করা হবে। লকডাউন যদি এক্সটেন্ড করা হয়, তাহলে কর্মীদের কী হবে সেই নিয়েও চিন্তাভাবনা চলছে FWICE-তে ।

যদিও সলমন এখন নিজের বাড়িতে নেই, ভাইপো নির্বাণের সঙ্গে আছেন দূরে, তবুও তাঁর কথামতো কাজ হয়ে যাচ্ছে ঠিক । তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তরক্ষী ও সলমনের দেহরক্ষীদেরও খাওয়ানো চলছে, জানান সলমনের বাবা সেলিম খান ।

ABOUT THE AUTHOR

...view details