পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভুক্তদের খাওয়াবে সলমনের ফুড ট্রাক - salman khan food truck

মুম্বই জুড়ে অভুক্তদের হাতে খাবার তুলে দেবে সলমন খানের ফুড ট্রাক । কোরোনা মোকাবিলায় সলমনের এই নতুন উদ্যোগের নাম 'বিইং হাঙ্গরি' ।

salman khan food truck
salman khan food truck

By

Published : May 7, 2020, 7:30 PM IST

মুম্বই : কোরোনার সঙ্গে লড়াইয়ে সলমন খান উদার চিত্তে পাশে দাঁড়াচ্ছেন অসহায়দের । বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে তাঁর সাহায্য পৌঁছে যাচ্ছে অভাবী মানুষদের কাছে । এবার তিনি শুরু করলেন ফুড ট্রাকের মাধ্যমে খাবার বিলি করা ।

'বিইং হাঙ্গরি' নামের এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য স্বেচ্ছাসেবী মুম্বই শহর ঘুরে ঘুরে অভুক্তদের হাতে তুলে দিচ্ছে খাবার ও রেশন সামগ্রী । যদিও সলমন নিজে থেকে কিছুই ঘোষণা করেননি, তবুও সোশাল মিডিয়ায় এই সব খবর ছড়াতে বেশি সময় লাগে না ।

সলমন খানের একাধিক ফ্যান পেজে ছড়িয়ে গেছে খাবার বিলি করার ভিডিয়ো ও ছবি । ট্রাকের গায়ে জ্বলজ্বল করে লেখা 'বিইং হাঙ্গরি' । মাস্ক-গ্লাফ পরা স্বেচ্ছাসেবীরা বিলিয়ে দিচ্ছেন খাবারের প্যাকেট । ভাইজানের এই উদ্যোগের খুবই প্রশংসা করেছেন নেটিজেনরা ।

দেখে নিন পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details