পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ভূত পুলিশ'-এর শুটিং করতে হিমাচলে সইফ-অর্জুনরা, কটাক্ষ কঙ্গনার

'ভূত পুলিশ'-এর শুটিং করতে হিমাচলপ্রদেশের ডালহাউসিতে পৌঁছেছেন সইফ আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ়, অর্জুন কাপুররা । আর এই হিমাচলই কঙ্গনার জন্মস্থান । তিনি এখন মানালিতেই রয়েছেন । 'ভূত পুলিশ'-এর শুটিং নিয়ে কি কঙ্গনা চুপ থাকতে পারেন ? মোটেই না । পোস্ট করলেন সোশাল মিডিয়ায় ।

kangana ranaut on Bhoot Police shooting in himachal
kangana ranaut on Bhoot Police shooting in himachal

By

Published : Nov 1, 2020, 11:44 AM IST

মুম্বই : যে বলিউড তাঁকে এত সম্মান দিয়েছে, অর্থ-যশ দিয়েছে, সেই বলিউডের নিন্দা করায় অপমানিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত । মহারাষ্ট্রের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিনেতা-অভিনেত্রীরা তাঁর এই আচরণ মেনে নিতে পারেননি । শিবসেনার সঞ্জয় রাউত নাকি তাঁকে 'নমকহারাম'-এর তকমা দিয়েছেন, দাবি করেছেন অভিনেত্রী । এবার সেই মুম্বইয়ের একদল অভিনেতারা হিমাচলপ্রদেশে এলেন শুটিং করতে । এটা জানতে পেরে কি চুপ থাকবেন কঙ্গনা ?

মোটেই নয় । টিম 'ভূত পুলিশ'-কে নিয়ে এক আস্ত পোস্ট করলেন অভিনেত্রী ।

কঙ্গনা লিখেছেন, "এই মুহূর্তে মুম্বইয়ের সবচেয়ে বেশি সংখ্যক ফিল্ম হচ্ছে হিমাচলে । এই দেবভূমি প্রত্যেকটি দেশবাসীর । যে কেউ এই রাজ্য থেকে উপার্জন করতে পারেন । তবে তাদের কেউ হারামখোর বা নমকহারাম বলবে না"

আর যদি কেউ বলে, তাহলে তার প্রতিবাদ করবেন অভিনেত্রী, জানিয়েছেন নিজেই । কারণ এটা হিমাচলপ্রদেশ, 'বুলিউড' (Bullywood) নয়...দেখে নিন কঙ্গনার পোস্ট

ABOUT THE AUTHOR

...view details