পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সামনে এল 'সাহো'-র ফার্স্ট লুক

অপেক্ষার শেষ। সামনে এল 'সাহো'-তে প্রভাসের ফার্স্ট লুক।

প্রভাস

By

Published : May 21, 2019, 4:00 PM IST

মুম্বই : বাহুবলী টু-র পর 'সাহো' ছবিতে ফিরছেন হার্টথ্রব প্রভাস। আজ সামনে এসেছে ছবির ফার্স্ট লুক। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ সহ আরও অনেক বলিউড স্টার।

প্রভাস যদিও আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সারপ্রাইজ়ের ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন, "হ্যালো বন্ধুরা...তোমাদের জন্য একটা সারপ্রাইজ় আসতে চলেছে আগামীকাল। সঙ্গে থাকো।"

প্রথম পোস্টারে প্রভাসের লুক দেখে প্রশংসা করেছেন অনেকেই। কল্পবিজ্ঞানের উপর তৈরি এই ছবিতে আরও একটু রহস্য যোগ করছে প্রভাসের এই লুক।

বিগ বাজেট ছবি 'সাহো'। থ্রিলের সঙ্গে সঙ্গে এখানে রয়েছে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সও। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৫ অগাস্ট।

ABOUT THE AUTHOR

...view details