মুম্বই : বাহুবলী টু-র পর 'সাহো' ছবিতে ফিরছেন হার্টথ্রব প্রভাস। আজ সামনে এসেছে ছবির ফার্স্ট লুক। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ সহ আরও অনেক বলিউড স্টার।
প্রভাস যদিও আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সারপ্রাইজ়ের ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন, "হ্যালো বন্ধুরা...তোমাদের জন্য একটা সারপ্রাইজ় আসতে চলেছে আগামীকাল। সঙ্গে থাকো।"