মুম্বই : সম্প্রতি নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণা করেছেন ঋষি কাপুর। তবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে গিয়ে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা নিজস্ব মতামত তৈরি হয়েছে তাঁর।
ঋষি কাপুর নিজের টুইটে লিখেছেন, "পুনরায় নির্বাচিত হওয়ার অনেক শুভেচ্ছা বিজেপি, অরুণ জেটলি, স্মৃতি ইরানি ও সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দয়া করে ভারতবর্ষকে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা আর পেনশন দেওযার ব্যাপারে কাজ করুন। এটা কঠিন, তবে আজ শুরু করলে আমরা একদিন লক্ষ্যে পৌঁছে যাব।"