পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রায় এক বছর পর বাড়ি ফিরলেন ঋষি কাপুর - new york

প্রায় একবছর নিউ ইয়র্কে চিকিৎসার জন্য থাকার পর গতরাতে বাড়ি ফিরলেন ঋষি কাপুর । তাঁর সঙ্গে ছিলেন নীতু কাপুরও ।

ঋষি কাপুর

By

Published : Sep 10, 2019, 9:47 AM IST

মুম্বই : চিকিৎসার জন্য এতদিন নিউ ইয়র্কে ছিলেন অভিনেতা ঋষি কাপুর । 11 মাস 11 দিন পর দেশে ফিরলেন তিনি ।

গতকাল স্ত্রী নীতু কাপুরের সঙ্গে মুম্বই পৌঁছান ঋষি কাপুর । নেভি ব্লু শার্ট, জিন্স ও নীল স্নিকারে কুল লাগছিলেন অভিনেতা ।

দেশে ফিরে নিজের আনন্দ টুইটারের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঋষি কাপুর । তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানান ।

তিনি লেখেন, "ব্যাক হোম!!!!!! 11 মাস 11 দিন ! সবাইকে ধন্যবাদ !"

দেশে ফেরার জন্য তৈরি হতেই অভিনেতা অনুপম খের টুইট করে তাঁদের "সেফ ট্রিপ"-র কথা বলেন । সঙ্গে জানান, তাঁরা নিউ ইয়র্কে একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন ।

নিউ ইয়র্কে থাকাকালীন ঋষি কাপুরের সঙ্গে দেখা করেন করণ জোহার, ভিকি কৌশল, বোমান ইরানি, দীপিকা পাদুকোন, আমির খান, আলিয়া ভাট, সুনিল শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details