পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতালে ভরতি ঋষি কাপুর

দিল্লির একটি হাসপাতালে ভরতি ঋষি কাপুর । তবে কী কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি ।

ি্ু
ুি

By

Published : Feb 2, 2020, 2:16 PM IST

দিল্লি : ফের হাসপাতালে ভরতি হলেন ঋষি কাপুর । তবে কী কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত জানা যায়নি । শোনা যাচ্ছে দিল্লির একটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে । রয়েছেন রণবীর ও নিতু কাপুর । আর তাঁদের সঙ্গেই নাকি রয়েছেন আলিয়া ভাটও ।

সম্প্রতি আরমান জৈনের মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানে যোগ দিতে দেখা যায়নি নিতু, ঋষি, রণবীর ও আলিয়াকে । যদিও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা সুতারিয়া, করিশ্মা কাপুর, শ্বেতা বচ্চন নন্দা ও বনি কাপুর সহ বি টাউনের একাধিক তারকা । তারপরই ঋষির হাসপাতালে ভরতি হওয়ার খবর সামনে আসে । তবে ঋষি কাপুরের হাসপাতালে ভরতি হওয়া নিয়ে পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি ।

এক বছর আগে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর । চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান তিনি । পুরোপুরি সুস্থ হয়ে কয়েক মাস আগেই সেখান থেকে বাড়ি ফেরেন । বাড়িতে ফেরার পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "চার মাস ধরে ঠিক করে না খাওয়ায় আমি প্রায় 26 কিলো ওজন কমিয়ে ফেলেছি । তার মধ্যে মাত্র সাত-আট কিলো ওজন বেড়েছে । নিজেকে রোগা দেখাতে চাই না আমি ।"

সম্প্রতি একটি ছবির কথা ঘোষণা করেন ঋষি । সেখানে দীপিকা পাডুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । ছবির নাম 'দা ইন্টার্ন'। হলিউড সিনেমা 'দা ইন্টার্ন'-এর রিমেক এটি ।

ছবি সম্পর্কে ঋষি কাপুর বলেন, "বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ছবি খুবই গুরুত্বপূর্ণ । কর্মক্ষেত্রের মধ্যে মানুষের সম্পর্ককে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে ছবিতে । দীপিকার সঙ্গে কাজের জন্য খুবই খুশি ।" সব ঠিক থাকলে 2021 সালে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details