মুম্বই : কোরোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ি থেকে পোষ্যদের বের করে দিচ্ছেন অনেকেই । এটিকে মূর্খের মতো কাজ বলে উল্লেখ করলেন রিচা চাড্ডা ।
অনেকেরই ধারণা পোষ্যদের থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাস । আর সেই আশঙ্কা থেকেই বাড়ির পোষ্যদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন অনেকেই । যদিও একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই বলা হয়েছে যে পোষ্যদের থেকে কোনওভাবেই কোরোনা ভাইরাস ছড়ায় না । আর এবার এ বিষয়ে সরব হলেন রিচা ।
IANS-কে তিনি বলেন, "এটা মূর্খের মতো বিষয় । যদি পরিবারের কেউ কোরোনায় আক্রান্ত হন তাহলে কি তাঁকে বাড়ি থেকে বের করে দেবেন ? পোষ্যদের বাড়িতে নিয়ে আসার আগে মানুষের মানসিক অবস্থার প্রাথমিক পর্যালোচনা প্রয়োজন । কোনও শিশুকে দত্তক নেওয়ার সময় যেমন বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়, আমার মনে হয় পোষ্য়দের ক্ষেত্রেও বিষয়টা একইরকম ।"