পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রান্না করতে গিয়ে খুন্তি পুড়িয়ে ফেললেন রিচা - richa chadha burns

রান্না করতে একেবারেই অভ্যস্ত নন রিচা । তা সত্ত্বেও কোয়ারেন্টাইনে বাড়িতে বসে রান্না করছেন তিনি । আর রান্না করতে গিয়েই পুড়িয়ে ফেললেন খুন্তি । পুড়িয়ে ফেললেন খাবারও ।

dfg
dgf

By

Published : Apr 2, 2020, 3:28 PM IST

Updated : Apr 3, 2020, 12:39 AM IST

মুম্বই : এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় সব বলি তারকাই । ঘরে বসে রান্না করতে দেখা গিয়েছে অনেককেই । বাদ যাননি রিচা চড্ডাও । তবে রান্না করতে গিয়ে কাঠের খুন্তি পুড়িয়ে ফেলেছেন তিনি । সেই ছবি শেয়ার করেলেন ইনস্টাগ্রামে ।

রান্না করতে একেবারেই অভ্যস্ত নন রিচা । কিন্তু, কোয়ারেন্টাইনে থাকতে গেলে তো নিজেকেই রান্না করতে হবে । বাড়িতে নেই কোনও পরিচারিকা । তাই সাহস করে রান্না করতে গিয়ে বিপত্তি ঘটালেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রাম স্টোরিতে রিচা শেয়ার করেছেন তাঁর পোড়া খুন্তি আর খাবারের ছবি । প্রিয় অভিনেত্রীর এই অপ্রস্তুত অবস্থা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা ।

ফোটো সৌ : ইনস্টাগ্রাম

কোয়ারেন্টাইনে এমন অনেক কিছুই করতে বাধ্য হচ্ছেন সেলেব্রিটিরা, যেগুলো করতে তাঁরা অভ্যস্থ নন । যেমন ঘর পরিষ্কার করা, বাসন মাজা ইত্য়াদি । তবে কেউ কেউ আবার স্বেচ্ছায় কোনও কোনও অ্যাক্টিভিটি বেছে নিচ্ছেন, ঋদ্ধ করছেন নিজেদের । যেমন পিয়ানো শিখছেন হৃতিক, গিটার বাজাচ্ছেন ক্য়াটরিনা, ছবি আঁকছেন সলমন ।

সত্যিই, কোয়ারেন্টাইন একেবারে বদলে দিয়েছে সবার জীবন ।

Last Updated : Apr 3, 2020, 12:39 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details