দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে CBI । চলছে জিজ্ঞাসাবাদ । তবে এখনও পর্যন্ত প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে তলব করেনি কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা । যদিও তদন্তকারীরা খুব শীঘ্রই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে মনে করেন সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং ।
সম্প্রতি রিয়াকে তলব করা প্রসঙ্গে একটি সংবাদ সংস্থাকে বিকাশ সিং বলেন, "সঠিক প্রস্তুতি নিয়ে তারপরই CBI-এর তরফে তলব করা হবে রিয়া চক্রবর্তীকে । এখন সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । একবার হোমওয়ার্ক ঠিক করে হয়ে গেলে তারপরই রিয়াকে জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা ।"
তিনি আরও বলেন, "একবার জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেলে তখন তদন্তে যদি রিয়া তাঁদের সহযোগিতা না করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করতে পারে CBI । আশাকরি যে সঠিক দিশায় এগোচ্ছে তদন্ত ।"
শুনুন বিকাশ সিংয়ের বক্তব্য 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তাঁর অভিযোগ, সুশান্তের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, দফায় দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।
এখনও পর্যন্ত এই মামলায় সুশান্তের বাবা, দিদি মিতু সিং, রিয়া, রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, চাটার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধর সহ রিয়ার চাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জেরা করেছে ED ।
এরপর 19 অগাস্ট সুশান্ত মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । ইতিমধ্যেই সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের রাঁধুনি নীরজ সিং, পরিচারক দীপেশ সাওয়ান্ত ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।