মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যর নাম । যদিও কয়েকদিন আগেই এই অভিযোগ অস্বীকার করেছিলেন আদিত্য । আর এবার রিয়া চক্রবর্তীর সঙ্গে আদিত্যর কোনও দিন দেখা হয়নি বলে জানালেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে ।
সোশাল মিডিয়ায় দাবি তোলা হয়েছিল যে সুশান্ত সিং রাজপুত ও তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু নিছক আত্মহত্যা নয় । তাঁদের খুন করা হয়েছে বলে দাবি করেন অনেকেই । আর সেই দাবিকে উসকে দেয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও BJP সাংসদ নারায়ণ রাণের মন্তব্য । তাঁর দাবি, "দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । সে কথা সুশান্ত জানতেন বলে তাঁকেও খুন করা হয়েছে ।" আর এর পিছনে মহারাষ্ট্রের এক প্রভাবশালী তরুণ মন্ত্রী রয়েছেন বলেও দাবি করেছিলেন । তিনি নাম না করলেও তখন থেকেই সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িয়ে যায় আদিত্য ঠাকরের নাম ।