পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আদিত্য ঠাকরের সঙ্গে কোনওদিন দেখাই হয়নি", দাবি রিয়ার

রিয়া চক্রবর্তীর সঙ্গে আদিত্য ঠাকরের কোনও দিন দেখা হয়নি বলে একটি বিবৃতিতে জানালেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে ।

োে্
োে্

By

Published : Aug 18, 2020, 6:58 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যর নাম । যদিও কয়েকদিন আগেই এই অভিযোগ অস্বীকার করেছিলেন আদিত্য । আর এবার রিয়া চক্রবর্তীর সঙ্গে আদিত্যর কোনও দিন দেখা হয়নি বলে জানালেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে ।

সোশাল মিডিয়ায় দাবি তোলা হয়েছিল যে সুশান্ত সিং রাজপুত ও তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু নিছক আত্মহত্যা নয় । তাঁদের খুন করা হয়েছে বলে দাবি করেন অনেকেই । আর সেই দাবিকে উসকে দেয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও BJP সাংসদ নারায়ণ রাণের মন্তব্য । তাঁর দাবি, "দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । সে কথা সুশান্ত জানতেন বলে তাঁকেও খুন করা হয়েছে ।" আর এর পিছনে মহারাষ্ট্রের এক প্রভাবশালী তরুণ মন্ত্রী রয়েছেন বলেও দাবি করেছিলেন । তিনি নাম না করলেও তখন থেকেই সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িয়ে যায় আদিত্য ঠাকরের নাম ।

অভিযোগ, আদিত্য এই দু’টি ষড়যন্ত্রেই জড়িত । এরপর সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভিন্ন দাবি ও গুঞ্জন ছড়িয়ে পড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে । সে সব অভিযোগ অবশ্য অস্বীকার করে আদিত্যর দাবি, সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । এ সবই তাঁর বিরুদ্ধে নোংরা রাজনীতি এবং বিরোধীদের ষড়যন্ত্র ।

পাশাপাশি আদিত্যর সঙ্গে কোনও দিন রিয়ার দেখা হয়নি বলে একটি বিবৃতিতে জানান সতীশ মানশিন্দে । সেখানে তিনি বলেন, "অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে । এটাকে জোর করে রাজনীতির রং চড়ানো হচ্ছে । বিহার ভোটের আগে কয়েকজন রাজনীতিবিদ এই ঘটনার ফায়দা ওঠাচ্ছেন । আজ পর্যন্ত আদিত্য ঠাকরের সঙ্গে রিয়া কোনওদিন দেখা করেননি । ফোনে বা অন্যকোনও মাধ্যমেও রিয়ার সঙ্গে তাঁর কথা হয়নি । শিবসেনা নেতা হিসেবেই তাঁকে চেনেন রিয়া ।"

ABOUT THE AUTHOR

...view details