পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বন্ধ হোক 'মিডিয়া ট্রায়াল', সুপ্রিম কোর্টে আবেদন রিয়ার - সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী

হলফনামায় রিয়ার দাবি, সুশান্তের মৃত্যুর ঘটনায় আদালতের রায় বের হওয়ার আগেই তাঁকে দোষী তকমা দিচ্ছে মিডিয়া । যে সব খবর প্রকাশিত হচ্ছে সেগুলির মধ্যে বেশিরভাগই শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে । চ্যানেলগুলিতে মামলার সাক্ষীদের সওয়াল জবাবও করা হচ্ছে ।

asd
asd

By

Published : Aug 10, 2020, 7:49 PM IST

দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ফের সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী । এবার শীর্ষ আদালতে এক নতুন হলফনামা জমা দিলেন তিনি । এবার তাঁর অভিযোগের তির সংবাদমাধ্যমের দিকে । অভিযোগ, সুশান্তের মৃত্যুর পর থেকেই মিডিয়া তাঁকে দোষীসাব্যস্ত করার চেষ্টা করছে ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । যদিও তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । এদিকে এই ঘটনায় একাধিকবার সামনে আসে রিয়ার নাম । বার বার কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁকে । সোশাল মিডিয়াতে খুন ও ধর্ষণের হুমকিও পাচ্ছিলেন তিনি ।

আর আগুনে ঘি ঢালার কাজ করে সুশান্তের বাবার FIR । 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি । তার ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে বিহার পুলিশও । এদিকে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে । তারপরই এই ঘটনার তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার দাবি জানান সুশান্তের বাবা । পরিবারের তরফে সম্মতি পেয়ে CBI তদন্তের সুপারিশ করেন নীতীশ কুমার । সেই সুপারিশে সায় দেন বিহারের রাজ্যপাল ফাগু চৌহান । তারপর বুধবার বিহার সরকারের সেই আবেদনে সম্মতি দেয় কেন্দ্রীয় সরকারও ।

এদিকে সুশান্তের বাবার FIR-এর ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । চলছে জিজ্ঞাসাবাদ । তবে এ নিয়ে মিডিয়ায় তাঁকে একটু বেশিই কাটাছেঁড়া করা হচ্ছে বলে অভিযোগ রিয়ার । তারপরই শীর্ষ আদালতে নতুন হলফনামা জমা দেন অভিনেত্রী ।

হলফনামায় তাঁর দাবি, সুশান্তের মৃত্যুর ঘটনায় আদালতের রায় বের হওয়ার আগেই তাঁকে দোষী তকমা দিচ্ছে মিডিয়া । যে সব খবর প্রকাশিত হচ্ছে সেগুলির মধ্যে বেশিরভাগই শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে । চ্যানেলগুলিতে মামলার সাক্ষীদের সওয়াল জবাবও করা হচ্ছে ।

আর সেই কারণেই তাঁর আবেদন, 'মিডিয়া ট্রায়াল' বন্ধ হোক । কারণ এই মামলায় কোনওরকম ফাউল প্লে প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া তাঁকে দোষী বলে ঘোষণা করছে । এমনকী, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে ক্রমাগত তাঁর উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে তা থেকেও যেন তাঁকে রক্ষা করা হয় ।

এর প্রমাণ হিসেবে টুজি কেলেঙ্কারি ও তলোয়ার মামলার কথাও উল্লেখ করেন রিয়া । হলফনামায় তিনি লেখেন, "এর আগে টুজি কেলেঙ্কারি ও তলোয়ার মামলাতেও অভিযুক্তদের দোষী বলে প্রমাণ করার চেষ্টা করেছিল মিডিয়া । কিন্তু, পরে আদালত তাঁদের বেকসুর খালাস করে দেয় ।"

এর আগেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিয়া । সুশান্তের মৃত্যু মামলা বিহার থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে হলফনামা জমা দিয়েছিলেন তিনি । আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details