মুম্বই : রণবীর সিংয়ের অভিনয়ে কপিল দেবের বায়োপিক দেখার জন্য় মুখিয়ে ছিল দর্শক । কিন্তু, কোরোনা থাবা মেরেছে সেখানে । পিছিয়েছে ছবির মুক্তি । তবে কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে, সিনেমা হলে নাকি মুক্তিই পাবে না '83', সরাসরি OTT-তেই রিলিজ় করবে । জবাব দিলেন পরিচালক কবীর খান ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানালেন, "এটা এমন একটা ছবি, যেটা বড় পরদায় দেখার জন্যই বানানো হয়েছে । তাই স্বাভাবিক অবস্থা আসা অবধি আমরা অপেক্ষা করব । নির্ধারিত ভাবে সিনেমা হলেই রিলিজ় করব ।"