পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সহ অভিনেতা যতীনকে চুম্বন করলেন রণবীর সিং !

দীপিকা নয়, প্রকাশ্যে সহ অভিনেতা যতীন সরনকে চুম্বন করলেন রণবীর সিং । সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো ।

ে্ি
ে্ি

By

Published : Jan 30, 2020, 9:54 PM IST

মুম্বই : বেশিরভাগ অনুষ্ঠানেই দীপিকার সঙ্গে দেখা যায় রণবীর সিংকে । একাধিকবার দীপিকাকে প্রকাশ্যে চুম্বন করেছেন তিনি । কিন্তু, এবার আর স্ত্রী নয় । অভিনেতা যতীন সরনকে প্রকাশ্যে চুম্বন করলেন রণবীর । তা অবশ্য কয়েক সেকেন্ডের জন্য । ক্যামেরাবন্দী করা হল সেই মুহূর্ত । ওই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় । আবার ভিডিয়োর শেষে দীপিকার কথাও বলেছেন রণবীর ।

ভিডিয়োটি সম্ভবত কোনও বাসের মধ্যে শুট করা হয়েছে । তার শুরুতেই মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রণবীর ও যতীনকে । চুম্বনের জন্য প্রস্তুত ছিলেন তাঁরা । তিন গোনার সঙ্গে সঙ্গেই একে অপরকে চুম্বন করেন । আর পাশ থেকে তাঁদের উৎসাহ দেন টিমের সদস্যরা । এক ব্যক্তি ওই ঘটনার ভিডিয়ো করছিলেন । ভিডিয়োর শেষে রণবীর বলেন, "এত ভালোবাসা । তোমাদের বউদি লাইভে রয়েছে । এখানে কী হচ্ছে তা দেখতে পাচ্ছে ।" তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দীপিকা । তিনি কী বলেন এখন সেই দিকে তাকিয়ে ফ্যানরা ।

কপিল দেবের বায়োপিক '83'-তে অভিনয় করেছেন রণবীর । কপিলের চরিত্রে অভিনয় করেন তিনি । আর কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । এছাড়া ছবিতে রয়েছেন যতীনও । প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি । তাছাড়া ছবিতে একাধিক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে একাধিক তারকাকে । প্রত্যেকের লুক সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রণবীর ।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিব সেলিম, হার্ডি সান্ধু, বোমান ইরানি, পঙ্কজ ত্রিপাঠী সহ আরও অনেককে । সব ঠিক থাকলে 10 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details