মুম্বই : পা ছুঁয়ে রণবীরকে প্রণাম করছেন এক ভক্ত। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হলেন রণবীর কাপুর।
সম্প্রতি রণবীর এক ভক্তের সঙ্গে দেখা করেন। সেই ভিডিয়ো রণবীরের পা ছুঁয়ে প্রণাম করেন ওই ভক্ত। প্রিয় অভিনেতার হাতে তুলে দেন উপহার। সেই উপহার দেখতে গিয়ে একটি সোফায় বসেন রণবীর। এদিকে সামনে রণবীরকে পেয়ে ভক্ত তাঁর পায়ের সামনেই বসে পড়েন। এই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হতে হয় অভিনেতাকে।