পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন রকুল - Rakul play badminton with father

দিল্লিতে আবাসনের মধ্যেই সম্প্রতি বাবার সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠেন রকুল । খেলায় অবশ্য হেরে যান অভিনেত্রী । আর ভিডিয়োর শেষে স্কোর বোর্ড তুলে ধরেন তিনি । যেখানে দেখা যায় তাঁর স্কোর শূন্য ও বাবার স্কোর 1 ।

asd
asd

By

Published : Jul 9, 2020, 9:21 PM IST

দিল্লি : লকডাউনের মধ্যে মুম্বইতে ছিলেন রকুল প্রীত সিং । কিন্তু, লকডাউন শিথিল হয়ে বিমান চলাচল শুরু হতেই মুম্বই থেকে দিল্লিতে নিজের বাড়িতে যান তিনি । এখন পরিবারের সঙ্গেই চুটিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী । সম্প্রতি বাবার সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতে উঠতে দেখা যায় তাঁকে । আর সেই ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

দিল্লিতে আবাসনের মধ্যেই সম্প্রতি বাবার সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠেন রকুল । খেলায় অবশ্য হেরে যান অভিনেত্রী । আর ভিডিয়োর শেষে স্কোর বোর্ড তুলে ধরেন তিনি । যেখানে দেখা যায় তাঁর স্কোর শূন্য ও বাবার স্কোর 1 ।

রকুলের পোস্ট

লকডাউনের মধ্যে এতদিন বাড়ির মধ্যেই সময় কাটাচ্ছিলেন সবাই । প্রতিটা মুহূর্ত কেটেছে ঘরের মধ্যে বন্দী অবস্থায় । কিন্তু, এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । কয়েকটি জায়গায় শিথিল করা হয়েছে লকডাউন । এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে ফিরছেন অনেকেই । বাদ যাননি রকুলও । বিমান চালু হতেই মুম্বই থেকে সোজা দিল্লি যান তিনি । এখন বাবা-মায়ের সঙ্গে রয়েছেন তিনি ।

কয়েকদিন আগে PPE পরে বিমানে ওঠার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন রকুল । ভিডিয়োতে তিনি বলেছিলেন, "কে ভেবেছিল যে এমন একটা সময় আসবে যখন আমাদের এভাবে ঘুরতে যেতে হবে । জুতোরও কভার থাকবে ।"

রকুলের পরবর্তী ছবি 'অ্যাটাক'-এর শুটিং চলছে দিল্লিতে । মূলত সেই কারণেই মুম্বই থেকে দিল্লি পাড়ি দেন তিনি । পরিচালক লক্ষ্য রাজ আনন্দ । আর সেই শুটিংয়ের ফাঁকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details