গুরুগ্রাম : মারা গেলেন রাজকুমার রাওয়ের বাবা সত্যপাল যাদব । বয়স হয়েছিল 60 বছর ।
বিগত 17 দিন ধরে ভরতি থাকার পর গতকাল হাসপাতালেই মারা যান তিনি । আজ সকাল 10 টাই মদনপুরি শ্মশানে তাঁর শেষকৃত্য করা হয় । উপস্থিত ছিলেন তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের সকলে ।
রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করতেন রাজকুমারের বাবা । 2017 সালে 'নিউটন'-র শুটিং চলাকালীন মারা গেছিলেন তাঁর মা ।
আগে একটি সাক্ষাৎকারে রাজকুমার জানান, তাঁকে বড় করে তোলার পিছনে তাঁর পরিবার কত কষ্ট করেছে । আর্থিক অবস্থা ভালো না থাকায় দু'বছর তাঁর শিক্ষকরা তাঁর স্কুলের ফিজ় দিয়েছিল ।
কাজের ক্ষেত্রে, রাজকুমারকে শেষ দেখা গেছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-তে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে । এরপর হন্সল মেহতার পরবর্তী ছবি 'তুর্রম খান'-এ দেখা যাবে অভিনেতাকে ।
'সিটিলাইটস', 'শাহিদ' ও 'ওমের্তা'-র পর আবার একসঙ্গে কাজ করবেন মেহতা ও রাও ।
রাজকুমারের জন্মদিনের দিন ছবি মুক্তির দিন ঘোষণা করে হন্সল টুইট করেন, "বিশেষ মানুষ, বিশেষ ছবি ও বিশেষ দিন । আমাদের খুব কাছের রাজকুমারকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও বিশেষ সারপ্রাইজ় । আমাদের একসঙ্গে পরবর্তী ছবি 'তুর্রম খান' 2020-র 31 জানুয়ারি মুক্তি পাবে ।"