পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আগরা' দিয়ে বলিউডে ফিরছেন রাহুল রায় - film

'আশিকি'-র জনপ্রিয় অভিনেতা রাহুল রায় ফিরছেন বলিউডে । 'আগরা'-তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে । 'তিতলি'-র পরিচালক কন্নু বহল ছবিটির পরিচালনা করছেন ।

রাহুল রায়

By

Published : Jul 21, 2019, 6:52 PM IST

মুম্বই : 1990 সালের হিট ছবি 'আশিকি' । ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল রায় । এবার আবার বলিউডে ফিরতে চলেছেন তিনি ।

কন্নু বহলের পরিচালনায় 'আগরা' ছবি দিয়ে বলিউডে কামব্যাক করছেন রাহুল । কন্নু এর আগে 'তিতলি'-র পরিচালনা করেছেন ।

'আগরা'-তে রাহুল ছাড়াও প্রিয়াঙ্কা বোস, মোহিত অগরওয়াল, রুহানী শর্মা, সোনল ঝা ও আচঁল গোস্বামীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ।

রাহুল বলিউড থেকে দূরে থাকলেও তিনি বিগ বস ১-র বিজয়ী ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details