পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দা স্কাই ইজ় পিঙ্ক'-র ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আবেগপ্রবণ প্রিয়াঙ্কা - farhan akhtar

গতকাল টরেন্টো ফিল্ম ফেস্টিভালে 'দা স্কাই ইজ় প্রিয়াঙ্কা'-র প্রিমিয়ারের পর আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া । ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে নিজের অনুভূতি শেয়ার করলেন অভিনেত্রী ।

দা স্কাই ইজ় পিঙ্ক

By

Published : Sep 15, 2019, 1:46 PM IST

মুম্বই : টরেন্টো ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হল 'দা স্কাই ইজ় পিঙ্ক'-র । প্রিমিয়ারের পর ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে সোশাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ।

আয়েষা চৌধুরির মা-বাবা অদিতি ও নীরেন চৌধুরিকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । 'দা স্কাই ইজ় পিঙ্ক' তাঁদের জীবনের গল্প নিয়েই তৈরি ।

তিনি লেখেন, "বিশেষ মানুষদের সঙ্গে বিশেষ রাত । এই ভালোবাসার শ্রম ভাগ করে নিচ্ছি, যা আমাদের জীবনে আসতে একবছর সময় নিয়েছিল । এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা । TIFF-এ দা স্কাই ইজ় পিঙ্কের ওয়ার্ল্ড প্রিমিয়ারে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের গল্পটি নিয়ে আমাদের বিশ্বাস করার জন্য অদিতি ও নীরেনকে অনেক ধন্যবাদ ।"

ছবির "সত্যিকারের স্টার " পরিচালক সোনালী বোসকেও ধন্যবাদ জানান অভিনেত্রী । সহ-প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রায় কাপুরকে তাঁদের অবদানের জন্য প্রশংসা করেন প্রিয়াঙ্কা ।

কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, "ছবির সত্যিকারের স্টার সোনালী বোস তুমি । রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর বরাবরের মতো আপনারা সহযোগিতা করেছেন । আমরা একসঙ্গে কিছু দারুণ ছবি করেছি । এটা অবশ্যই আমার সঙ্গে থাকবে ।"

টরেন্টো ফিল্ম ফেস্টিভাল 2019-এ সাদা-কালো গাউনে গ্র্যান্ড এন্ট্র্যান্স করেন অভিনেত্রী । গালাতে পুরো ছবির কাস্ট ও ক্রুয়ের সঙ্গে যোগ দেন প্রিয়াঙ্কা । শুধু উপস্থিত ছিলেন না জ়ায়রা ওয়াসিম ।

ছবিটি বড় পরদায় 11 অক্টোবর মুক্তি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details