মুম্বই : টরেন্টো ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হল 'দা স্কাই ইজ় পিঙ্ক'-র । প্রিমিয়ারের পর ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে সোশাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ।
আয়েষা চৌধুরির মা-বাবা অদিতি ও নীরেন চৌধুরিকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । 'দা স্কাই ইজ় পিঙ্ক' তাঁদের জীবনের গল্প নিয়েই তৈরি ।
তিনি লেখেন, "বিশেষ মানুষদের সঙ্গে বিশেষ রাত । এই ভালোবাসার শ্রম ভাগ করে নিচ্ছি, যা আমাদের জীবনে আসতে একবছর সময় নিয়েছিল । এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা । TIFF-এ দা স্কাই ইজ় পিঙ্কের ওয়ার্ল্ড প্রিমিয়ারে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের গল্পটি নিয়ে আমাদের বিশ্বাস করার জন্য অদিতি ও নীরেনকে অনেক ধন্যবাদ ।"