ওয়াশিংটন D.C : অ্যামাজ়ন স্টুডিয়োর ফিল্ম 'শীলা'-তে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া । অনেকদিন ধরে বিষয়টা ঝুলেছিল, তবে এবার পাকা খবর পাওয়া গেল । মা আনন্দ শীলার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ।
বেরি লেভিনসনের পরিচালনায় আসছে 'শীলা' । মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা । তিনি এই ছবির অন্যতম প্রযোজকও বটে, তাঁর প্রযোজনা সংস্থা 'পার্পল পিবল পিকচার্স' যুক্ত এই ফিল্মের সঙ্গে । এছাড়াও ছবিটির প্রযোজনা করছে বাল্টিমোরে পিকচার্স ও পেরমুট প্রেজ়েন্টেশনস ।
বিখ্যাত গডম্যান বা ভগবান শ্রী রজনীশের ডান হাত ছিলেন শীলা । অন্ধের মতো বিশ্বাস করতেন তিনি রজনীশকে, ভালোবাসতেন । 1984 সালে অ্যামেরিকার ওরেগনে যে বিশাল বায়োটেরর অ্যাটাক হয়েছিল, তার মূল অভিযুক্ত ছিলেন শীলা । 751 জনকে ফুড পয়েজ়নিং করা হয়, যার মধ্যে 45 জনকে হাসপাতালে ভরতি করা হয় । কেউ মারা না গেলেও এই ঘটনাটি অ্যামেরিকার অন্য়তম বড় বায়ো টেরর অ্যাটাক হিসেবে গণ্য করা হয় ।
এই ঘটনার পর 20 বছরের জেল হয় শীলার ও 39 মাস পর তিনি প্যারোলে ছাড়া পান । এরপর সুইৎজ়ারল্যান্ডে পাড়ি দেন তিনি । সেখানে বিয়ে করে সামাজিক কাজে মন দেন শীলা । তবে এখনও এই 71 বছর বয়সেও তাঁর মন প্রাণ জুড়ে রয়েছে ভগবান শ্রী রজনীশের অস্তিত্ব । সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে বলেন শীলা ।
রজনীশের সঙ্গে শীলা, ছবি সংগৃহীত যখন প্রথম শোনা যায় যে, প্রিয়াঙ্কাকে তাঁর চরিত্রে ভাবা হচ্ছে, আপত্তি জানান মা আনন্দ শীলা । তিনি জানান যে, প্রিয়াঙ্কাকে তিনি চান না তাঁর চরিত্রে । বরং আলিয়াকে বেশি পছন্দ ছিল শীলার । কিন্তু, তাঁর ইচ্ছা অপূর্ণই থেকে গেল ।