পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রিয়াঙ্কার - pm modi lauds priyanka

পিএম কেয়ার্স ফান্ডে অনুদানের জন্য টুইট করে প্রিয়াঙ্কার প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী । আর আজ তার পালটা টুইটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।

gf
dg

By

Published : Apr 5, 2020, 1:58 PM IST

লস অ্যাঞ্জেলস : কোরোনা মোকাবিলায় অন্য সেলেবদের মতোই পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । এই অনুদানের জন্য টুইট করে তাঁদের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই টুইটের প্রেক্ষিতে পালটা টুইটে আজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রিয়াঙ্কা ।

শুধু PM কেয়ার্সই নয়, বিশ্বজুড়ে একাধিক NGO-কে অনুদান দিয়েছিলেন এই তারকা দম্পতি । তার মধ্যে UNICEF-এর 'নো কিড হাঙ্গরি' প্রোজেক্ট বা 'ডক্টর্স উইদাউট বর্ডার্স'-এর মতো সমাজসেবামূলক প্রতিষ্ঠান অন্যতম ।

এই অনুদানের জন্য কিছুদিন আগে সবার প্রশংসা করে একটি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি লেখেন, "ব্যক্তিগতভাবে হোক বা কোনও সংস্থার হয়েই হোক ভারতের সুস্থ ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসেছেন অনেকেই । " সেই টুইটে অনীল কুম্বলে থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া সবাইকে ট্যাগ করে পিএম কেয়ার্সে অনুদানের জন্য সবার প্রশংসা করেন তিনি ।

এরপরই পালটা টুইটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা । লেখেন, "ধন্যবাদ শ্রী নরেন্দ্র মোদি । আমরা সবাই দৃঢ়ভাবে জোটবদ্ধ"। পাশাপাশি যাঁরা অনুদান দিয়েছেন টুইটে তাঁদেরও ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা ।

কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স নামে একটি ফান্ড তৈরি করেন প্রধানমন্ত্রী । সমাজের সব স্তরের মানুষকে সেখানে অনুদানের জন্য আবেদন জানান তিনি । সেই আবেদনে সাড়া বলিউড তারকাদের মধ্যে সবার প্রথমে এগিয়ে যান অক্ষয় কুমার । 25 কোটি টাকা অনুদান দেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন বলিউডের অন্য তারকারা । কৃতি শ্যানন, কার্তিক আরিয়ন, শিল্পা শেট্টি, অনুষ্কা শর্মা, ভিকি কৌশল, সইফ-করিনা সহ আরও অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details