মুম্বই : লকডাউনের মধ্যে অনলাইনে নাচের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন মাধুরি দীক্ষিত । তাও আবার একেবারেই বিনামূল্যে । মাধুরির এই উদ্যোগে খুবই খুশি প্রিয়াঙ্কা চোপড়া । মাধুরির প্রশংসা করে এই উদ্যোগকে 'অসাধারণ' বলে উল্লেখ করেন তিনি ।
'লার্ন আ মুভ শেয়ার আ মুভ' বলে একটি উদ্যোগ নিয়েছেন মাধুরি । যেখানে নির্দিষ্ট ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন ফ্যানরা । আর তাঁদের অনলাইনে বিনামূল্যে নাচের প্রশিক্ষণ দিচ্ছেন মাধুরি । এই কঠিন সময়ের মধ্যে মাধুরির এই উদ্যোগ মন জয় করে নিয়েছে দর্শকদের । পাশাপাশি এই উদ্যোগে আনন্দ পেয়েছেন ফ্যানরাও ।
মাধুরির এই উদ্যোগের প্রশংসা করে প্রিয়াঙ্কা লেখেন, "এই কঠিন সময়ের মধ্যে নাচের দ্বারা মানুষকে পজ়িটিভ রাখতে মাধুরি যে উদ্যোগ নিয়েছেন তা অসাধারণ ।" পাশাপাশি এই সময় সবাইকে বাড়ি থাকারও অনুরোধ করেন প্রিয়াঙ্কা ।
এর আগে মাধুরির এই উদ্যোগের প্রশংসা করেছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানও ।
কোরোনা সংক্রমণ আটকাতে এখন বাড়িতেই রয়েছেন সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন, কেউ আবার রান্না করছেন । ঘরের কাজের পাশাপাশি এই সময় নিজের শিল্পী সত্ত্বাকেও জাগিয়ে তুলছেন অনেকেই । কেউ ছবি আঁকছেন, কেউ আবার সুর তুলছেন গিটারে । আর সেখানে ঘরের কাজের পাশাপাশি নাচের ক্লাস নিচ্ছেন মাধুরি ।