মুম্বই : নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা । এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির একাধিক সীমান্ত এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা । আর বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন একাধিক বলি তারকা । সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও । কয়েকদিন আগে এই আন্দোলনের সমর্থনে একটি টুইট করেছিলেন তিনি । আর সেই টুইটকে কেন্দ্র করেই এবার ট্রোলড হতে হল তাঁকে ।
কয়েকদিন আগে কৃষক আন্দোলনের সমর্থনে একটি পোস্ট করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ । এমনকী, সিঙ্ঘু সীমান্তে গিয়ে কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে । এরপর এই আন্দোলনের সমর্থনে একটি টুইট করেন তিনি । সেই টুইট শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছিলেন, "কৃষকরা আমাদের দেশের খাদ্য যোদ্ধা । তাঁদের ভয়কে কমানো প্রয়োজন । আর তাঁদের আশা পূরণ করা দরকার । এক সমৃদ্ধ গণতন্ত্র হিসেবে এই সংকট শীঘ্রই মিটে যাবে সেই বিষয়ে আমাদের নিশ্চিত করা উচিত ।"
এদিকে এই টুইটের প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় প্রিয়াঙ্কাকে । নেটিজ়েনদের একাংশের মতে, অ্যামেরিকাতে বসে কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করছেন তিনি । আসল বিষয়টি না জেনে কৃষকদের উসকানি দিচ্ছেন অভিনেত্রী । প্রচারের জন্যই সব কিছু করছেন ।