মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র গানের লঞ্চের অনুষ্ঠানে PTI-র সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত । এই বিতর্কের জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে না করে দেওয়ায় কঙ্গনাকে বয়কট করার সিদ্ধান্তেই অনড় থাকলেন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট গিল্ডের সদস্যরা । গতকাল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে বলে, "একজন বলিউড অভিনেত্রীর মিডিয়া পারসনের বিরুদ্ধে অসভ্য, সংস্কৃতিহীন, অকথ্য ও অশ্লীল ভাষা ব্যবহার করায় আমরা, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া হতবুদ্ধি, বেদনার্থ ও অবাক । আমরা সম্ভাব্য শক্তিশালী শব্দ দিয়ে এর নিন্দা করছি । সাংবাদিকদের প্রতি এই আচরণ গ্রহণযোগ্য নয় ।"