মুম্বই : ফের পরবর্তী ছবির শুটিং শুরু করতে চলেছেন প্রভাস । কিছুদিনের জন্য শুটিং বন্ধ রেখেছিলেন তিনি । আর এই খবর ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা নিজেই । এদিকে এই খবর শুনে খুশি ফ্যানরা ।
একটি ছবি শেয়ার করেন প্রভাস । যেখানে তাঁকে পিয়ানোর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে । আর ঘরটি খুব সুন্দরভাবে সাজানো । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আপকামিং ছবির শুটিং ফের শুরু করছি ।"
ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে । প্রভাসের পোস্ট করা ছবিতে কমেন্ট করেন তিনি । লেখেন, "সেটে দেখা হবে স্টার @প্রভাস"।
এদিকে প্রভাসের শুটিং শুরু করার খবর শুনে খুশি ফ্যানরা । সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁরা ছবির নামও অনুমান করতে শুরু করে দিয়েছেন । কেউ বলছেন ছবির নাম, 'জান'। আবার কেউ বলছেন 'ডারলিং'। কেউ আবার বলছেন 'প্রভাস 20'। যদিও তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি প্রভাস ।
ছবিটি পরিচালনা করছেন কে কে রাধা কৃষ্ণ কুমার । প্রভাসের 'বাহুবলী' ও 'সাহো' দুটিই বড় বাজেটের ছবি । জানা গেছে, আপকামিং ছবিও বড় বাজেটের । ছবির বেশিরভাগ শুটিং হবে ইউরোপে ।