হায়দরাবাদ : দক্ষিণ ভারতে সুপারস্টারদের নিয়ে মাতামাতি করার ঘটনা নতুন নয়। এর আগে রজনীকান্ত অভিনীত '2.0' মুক্তির আগে তাঁর ভক্তরা লাইন দিয়ে বসে মাটিতে ভাত খেয়েছিলেন। প্রভাসের ক্ষেত্রে আরও এক পাগলামী দেখা গেল।
হায়দরাবাদের সুদর্শন থিয়েটারের বাইরে প্রভাসের ভক্তরা জমায়েত হয়ে তাঁর 70 ফুট লম্বা কাট-আউটে দুধ ঢাললেন। কাট-আউটে প্রভাসের কালো পোশাক সাদা হয়ে গেল দুধে।