পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল 'সাহো', প্রভাসের 70 ফুট কাট-আউটে দুধ ঢাললেন ভক্তরা

আজই মুক্তি পেল 'সাহো'। দিনটিকে সেলিব্রেট করতে প্রভাসের 70 ফুট কাট-আউটে দুধ ঢাললেন ভক্তরা।

প্রভাস ফ্যান

By

Published : Aug 30, 2019, 5:42 PM IST

Updated : Aug 30, 2019, 6:03 PM IST

হায়দরাবাদ : দক্ষিণ ভারতে সুপারস্টারদের নিয়ে মাতামাতি করার ঘটনা নতুন নয়। এর আগে রজনীকান্ত অভিনীত '2.0' মুক্তির আগে তাঁর ভক্তরা লাইন দিয়ে বসে মাটিতে ভাত খেয়েছিলেন। প্রভাসের ক্ষেত্রে আরও এক পাগলামী দেখা গেল।

হায়দরাবাদের সুদর্শন থিয়েটারের বাইরে প্রভাসের ভক্তরা জমায়েত হয়ে তাঁর 70 ফুট লম্বা কাট-আউটে দুধ ঢাললেন। কাট-আউটে প্রভাসের কালো পোশাক সাদা হয়ে গেল দুধে।

প্রভাসের সেই কাট-আউটটি সাজানো হয়েছিল এক বিশাল বড় মালা দিয়ে। শুধু তাই নয়, বিশেষ দিনটি সেলিব্রেট করতে বাজিও ফাটায় প্রভাসের ফ্যানেরা। রীতিমতো ঢোল পিটিয়ে উদযাপিত হল 'সাহো'-র মুক্তি।

সুজিথ পরিচালিত এই ছবিতে প্রভাস আর শ্রদ্ধা ছাড়াও রয়েছেন জ্যাকি শ্রফ, নীল নীতীন মুকেশ, ভেন্নালা কিশোরের মতো অভিনেতারা।

দেখে নিন ভিডিয়ো...
Last Updated : Aug 30, 2019, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details