পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বি-টাউনের

69 তম জন্মদিনে বলিউড তারকারা শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । সোশাল মিডিয়ায় তাঁরা এই শুভেচ্ছা জানান ।

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বিটাউনের

By

Published : Sep 17, 2019, 2:01 PM IST

মুম্বই : আজ 69 বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অক্ষয় কুমার, করণ জোহর ও অনিল কাপুরের মতো বলিউড তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ।

নরেন্দ্র মোদির জীবনের উপর তৈরি হচ্ছে 'মন বৈরাগী' । ছবিটির প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনশালি ও মহাবীর জৈন । ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার । পোস্টার শেয়ারের সঙ্গে ক্যাপশনে লেখেন, "সঞ্জয়লীলা বনশালি ও মহাবীর জৈনের বিশেষ ছবি মন বৈরাগীর ফার্স্ট লুক সামনে আনতে আমি খুব খুশি । প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর জীবনের ডিফাইনিং মুহূর্তে এই পোস্টার শেয়ার করে আমি আনন্দিত ।"

করণ জোহর লেখেন, "শুভ জন্মদিন প্রধানমন্ত্রী । আপনার নির্দেশনা ও ভালোবাসার সঙ্গে আমাদের দেশ বেড়ে উঠুক । আগাম উৎপাদনশীল ও শান্তিপূর্ণ বছরের জন্য শুভকামনা..."

অনিল কাপুর টুইট করেন, "শুভ জন্মদিন প্রধানমন্ত্রী... আমাদের দেশকে সর্বোত্তম করে তোলার লক্ষ্যে আরও উৎসাহী পদক্ষেপ নিয়ে আরও একটি অনুপ্রেরণামূলক বছরের প্রত্যাশায় @narendramodi"

অভিনেতা আয়ুষ্মান খুরানা লেখেন, "ভগবান আপনার ও আমাদের দেশের ভালো করুন । সঙ্গে ভালো স্বাস্থ্য ও খুশি আসুক । শুভ জন্মদিন ।"

অভিনেতা সঞ্জয় দত্ত লেখেন, "আপনার জন্মদিনে আপনাকে স্বাস্থ্য ও শুভ কামনা জানাচ্ছি । আপনার নেতৃত্বের অধীনে আমাদের জাতি বছরের পর বছর আরও উঁচুতে উঠুক ।"

এছাড়াও অজয় দেবগন, অর্জুন কাপুর, সোফি চৌধুরি, সুনীল শেট্টি, সানি দেওল বিবেক ওবেরয় ও কপিল শর্মাও টুইট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।

ABOUT THE AUTHOR

...view details