মুম্বই : আজ 69 বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অক্ষয় কুমার, করণ জোহর ও অনিল কাপুরের মতো বলিউড তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ।
নরেন্দ্র মোদির জীবনের উপর তৈরি হচ্ছে 'মন বৈরাগী' । ছবিটির প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনশালি ও মহাবীর জৈন । ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার । পোস্টার শেয়ারের সঙ্গে ক্যাপশনে লেখেন, "সঞ্জয়লীলা বনশালি ও মহাবীর জৈনের বিশেষ ছবি মন বৈরাগীর ফার্স্ট লুক সামনে আনতে আমি খুব খুশি । প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর জীবনের ডিফাইনিং মুহূর্তে এই পোস্টার শেয়ার করে আমি আনন্দিত ।"
করণ জোহর লেখেন, "শুভ জন্মদিন প্রধানমন্ত্রী । আপনার নির্দেশনা ও ভালোবাসার সঙ্গে আমাদের দেশ বেড়ে উঠুক । আগাম উৎপাদনশীল ও শান্তিপূর্ণ বছরের জন্য শুভকামনা..."