মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর এই প্রথমবার স্পট করা গেল করণ জোহরকে । 8 জুলাই নীতু কাপুরের জন্মদিন ছিল । আর তার ঠিক আগের দিন একটি প্রাইভেট ডিনার পার্টির আয়োজন করেছিলেন নীতু-কন্য়া ঋদ্ধিমা । আর সেখানেই উপস্থিত ছিলেন করণ ।
শোনা গেছিল, সুশান্তের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছেন করণ । সারাদিন নাকি চোখের জল ফেলছেন । তাঁর বিরুদ্ধে দেশবাসীর এত ক্ষোভের কারণ কী ? বারবার এই প্রশ্ন তুলছেন । মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে করণের দুই খুদেকেও ।
কিন্তু, এদিন নীতুর বার্থডে পার্টিতে বেশ হাসিখুশি দেখা গেল প্রযোজককে । যদিও ছবিটি খুব পরিষ্কার নয়, তবুও করণকে হালকা মেজাজেই দেখা গেল । সঙ্গে রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর এবং অবশ্যই নীতু কাপুর ।
ছবিটির ক্যাপশনে নীতু লিখেছেন, "যাঁদের জীবনে কিছু সুন্দর সম্পর্ক রয়েছে , তাঁরাই এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ । প্রিয় মানুষদের থেকে সবসময় ভালোবাসা, সমর্থন আর সঙ্গ পাওয়ার জন্য মুখিয়ে থাকি আমরা । আজ এই কারণেই আমার নিজেকে ধনী মনে হচ্ছে ।"
দেখে নিন তাঁর পোস্ট...