মুম্বই : হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি অভিনীত 'সিরিয়াস মেন'। 2 অক্টোবর মুক্তি পাবে সুধীর মিশ্র পরিচালিত এই ছবি ।
এই ছবি প্রসঙ্গে নওয়াজ় বলেন, "সুধীর মিশ্রর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলই । প্রায় 20 বছর অপেক্ষার পর আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হল । এই ছবি দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছি । গান্ধি জয়ন্তীর দিন ছবিটি মুক্তি পাবে ।"