বুধানা (উত্তরপ্রদেশ) : পরিবারের সঙ্গে কোয়ারানটাইনে রয়েছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি । তাঁদের কোরোনা পরীক্ষাও করা হয় । যদিও রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে ।
15 মে ট্রাভেল পাস নিয়ে মুম্বই থেকে উত্তরপ্রদেশের মুজ়াফ্ফরনগরের বুধানায় নিজের বাড়িতে যান নওয়াজ় । সঙ্গে ছিলেন তাঁর মা, ভাই ও ভাইয়ের স্ত্রী । নওয়াজ়রা বাড়িতে পৌঁছতেই সবাইকে কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফে । এমনকী, তাঁদের কোরোনা পরীক্ষাও করা হয় । যদিও রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । তবে 25 মে পর্যন্ত কোয়ারানটিনে থাকবেন নওয়াজ় সহ পরিবারের সব সদস্যরাই । রাস্তায় অন্তত 25টি জায়গায় তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে বলে IANS-কে জানান নওয়াজ় ।