পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নরেন্দ্র মোদির ব্যবহারে আপ্লুত অজয়, কেন? - Veeru Debgn

দেবগন পরিবারের জন্য একটা কঠিন সময় যাচ্ছে। প্রথমে বীরু দেবগনের মৃত্যু, তারপর তনুজার অসুস্থতা। তার মধ্যেও একটা কারণে অজয় দেবগন আপ্লুত, কৃতজ্ঞ।

অজয় দেবগন

By

Published : Jun 2, 2019, 3:13 PM IST

মুম্বই: মুম্বইয়ের পরিচিত স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন। তাঁর প্রয়াণে বলিউডের অধিকাংশ তারকাই শোকপ্রকাশ করেছেন। তবে শুধু বলিউড নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনিয়র দেবগনের মৃত্য়ুতে শোকপ্রকাশ করলেন ব্যক্তিগতভাবে।

অজয়ের মা বীণা দেবগনের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি গভীর শোকপ্রকাশ করেছেন। বীরু দেবগনের মৃত্যু যে ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি, সেটাও স্বীকার করেছেন মোদি।

নরেন্দ্র মোদির এই ব্যবহারে আপ্লুত অজয়। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ব্যবহার আমার মা ও আমার পুরো পরিবারকে গভীরভাবে ছুঁয়ে গেছে। আপনাকে ধন্যবাদ স্যার।"

দেখে নিন অজয় দেবগনের সেই পোস্ট।

ABOUT THE AUTHOR

...view details