মুম্বই: মুম্বইয়ের পরিচিত স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন। তাঁর প্রয়াণে বলিউডের অধিকাংশ তারকাই শোকপ্রকাশ করেছেন। তবে শুধু বলিউড নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনিয়র দেবগনের মৃত্য়ুতে শোকপ্রকাশ করলেন ব্যক্তিগতভাবে।
অজয়ের মা বীণা দেবগনের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি গভীর শোকপ্রকাশ করেছেন। বীরু দেবগনের মৃত্যু যে ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি, সেটাও স্বীকার করেছেন মোদি।