মুম্বই : সুশান্ত মামলায় এবার নতুন অ্যাঙ্গল । সুশান্ত আর রিয়া নাকি মাদকাসক্ত ছিলেন । শুধু তাই নয়, রিয়া নাকি নিয়মিত ড্রাগ ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন । এমন বহু তথ্য সামনে আসছে । এখন ANI সূত্রে জানা যাচ্ছে যে, NCB থেকে রিয়ার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে ।
তবে একা রিয়া নয়, সুশান্তের মামলার সঙ্গে সম্পর্কিত আরও কয়েকজনের গলাতেও ঝুলেছে কেসের ফাঁস । নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবট্যান্সেস অ্যাক্টের 20 (B), 28 এবং 29 ধারায় মামলা করা হয়েছে । ED-র থেকে টিপ নিয়ে NCB-র এই পদক্ষেপ, জানা যাচ্ছে PTI সূত্রে ।
14 জুন সুশান্তের মৃত্যুর পর থেকে একের পর এক কারণে নাম জড়াচ্ছে রিয়া চক্রবর্তীর । কখনও শোনা যাচ্ছে, রিয়া সুশান্তের খ্যাতিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন । কখনও শোনা যাচ্ছে, রিয়া সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন । আর এবার সন্দেহ করা হচ্ছে যে, সুশান্তকে মাদকের দিকে ঠেলে দিয়েছিলেন অভিনেত্রী ।