মুম্বই : সাধারাণ মানুষের মনের কাছাকাছি পৌঁছতে অনেক সময়ই ফিল্মি ডায়লগের সাহায্য নিয়ে থাকে মুম্বই পুলিশ । এর আগেও এমন বহু নিদর্শন দেখা গেছে । এবার তাদের কোরোনার সচেতনতামূলক ক্যাম্পেনে এল নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির একটি ফিল্মের সংলাপ ।
সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজ়ের 'সিরিয়াস মেন' । সেখানে তাঁর মুখে শোনা গেছে একটি সংলাপ । 'ফর দ্য সেক অফ সায়েন্স স্যার', অর্থাৎ কিনা বিজ্ঞানের স্বার্থে অনেক কিছুই করতে হয় ।
মুম্বই পুলিশ খুব সুন্দরভাবে এই সংলাপকে কাজে লাগাল । ক্যাপশনে তারা লিখেছেন, "কেন বন্ধু বা সহকর্মীদের সামনে মাস্ক পরতে হবে আমাদের ? খুবই বোকা বোকা ব্যাপার এটি ।" উত্তরে এসেছে নওয়াজ়ের উত্তর, "ফর দ্য সেক অফ সায়েন্স স্যার ।"
সৌজন্যে মুম্বই পুলিশের ইনস্টাগ্রাম তবে এই পোস্টটি করে ট্রোলড হয়েছে মুম্বই পুলিশ । কেউ কেউ এই পোস্টের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তকে জুড়ে দিয়েছেন অপ্রাসঙ্গিকভাবে ।
নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি অভিনীত 'সিরিয়াস মেন' মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে এবং দারুণ রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ।