পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিজিটালে নয় প্রেক্ষাগৃহেই মুক্তি পাক সিনেমা, আবেদন মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের

OTT প্ল্যাটফর্মে নয় । প্রেক্ষাগৃহ খোলার অনুমতি পাওয়ার পর বড় পরদাতেই মুক্তি পাক সিনেমাগুলি । শিল্পী, প্রযোজক ও কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আবেদন মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ।

sdf
sdf

By

Published : May 5, 2020, 8:42 AM IST

মুম্বই : লকডাউনের কারণে OTT প্ল্যাটফর্মে নয় । প্রেক্ষাগৃহ খোলার অনুমতি পাওয়ার পর বড় পরদাতেই মুক্তি পাক সিনেমাগুলি । শিল্পী, প্রযোজক ও কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আবেদন মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (MAI) ।

একটি বিবৃতি দিয়ে MAI জানিয়েছে, "বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসের জেরে সিনেমা ইন্ডাস্ট্রির বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে । এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হচ্ছে দেশের একাধিক সিনেমা হল । সমস্যায় পড়ছেন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একাধিক কর্মী ।"

বিবৃতিতে আরও বলা হয়, "এই কঠিন সময় আমাদের সবাইকে একসঙ্গে যৌথভাবে লড়াই চালিয়ে যেতে হবে । আর এভাবেই আমরা সংকটের মোকাবিলা করতে পারব । সব স্টুডিয়ো প্রযোজক, শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে MAI অনুরোধ সিনেমার মুক্তি আপাতত বন্ধ রাখুন । প্রেক্ষাগৃহ খোলার জন্য অপেক্ষা করুন । আর এই সংকট কেটে গেলে দীর্ঘদিন ধরে পরীক্ষিত এই মাধ্যমকে সম্মান জানান ।"

আর প্রেক্ষাগৃহ খোলার সঙ্গে সঙ্গেই সেখানে দর্শকদের চাহিদা বাড়বে বলে দাবি MAI-এর । কারণ বড় পরদায় সিনেমাগুলি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও ।

বিবৃতিতে বলা হয়েছে, "সংকট কেটে যাওয়ার পরই প্রেক্ষাগৃহে নতুন ছবির চাহিদা বাড়বে । আর আমরা নিশ্চিত যে এর মাধ্যমে সিনেমার ব্যবসা আরও একবার ঘুরে দাঁড়াবে ।"

এপ্রিল ও মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল একাধিক ছবি । কিন্তু, লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে সেগুলির মুক্তির তারিখ । তার মধ্যে রয়েছে '83', 'সূর্যবংশী' ও 'কুলি নম্বর 1'-এর মতো সিনেমা । এদিকে প্রেক্ষাগৃহের পরিবর্তে যাতে সিনেমাগুলি OTT-তে মুক্তি পায় সেইদিকে তাকিয়ে রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি । প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় না থেকে সিনেমাগুলিকে বেশি টাকার মাধ্যমে কিনে নিতেও উদ্যোগী তারা ।

সম্প্রতি শোনা গিয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে '83'। যদিও সেই গুঞ্জন উড়িয়ে কবির খান জানিয়ে দেন যে OTT-তে নয় প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে ছবিটি । সব ঠিক থাকলে এপ্রিলে মুক্তি পেত এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details