পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

EC-র নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোদির বায়োপিকের নির্মাতারা, শুনানি সোমবার

গত বুধবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়, লোকসভা নির্বাচন চলাকালীন মুক্তি পাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক।

ফাইল ফোটো

By

Published : Apr 12, 2019, 4:26 PM IST

নয়াদিল্লি : নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বায়োপিকের নির্মাতারা। আগামী সোমবার তাঁদের পিটিশন শুনবে সুপ্রিম কোর্ট। ১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।

গত বুধবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়, লোকসভা নির্বাচন চলাকালীন মুক্তি পাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। তাঁদের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে ছবির নির্মাতারা।

সুপ্রিম কোর্টের তরফে কংগ্রেসের পিটিশন খারিজ করে দেওয়া হয়। এর পাশাপাশি বলা হয় যে নির্বাচন কমিশন ঠিক করবে ছবিটির মুক্তি 'মডেল কোড অফ কনডাক্ট' লঙ্ঘন করছে কি না। আজ সেই মতোই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুক্তি আটকে দেয়।

প্রথমে ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। বিরোধীদের আপত্তি ও সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাওয়া ছবিটির মুক্তি একসপ্তাহ পিছিয়ে যায়। তবে নির্বাচন কমিশনের ঘোষণার পর গতকালও মুক্তি পায়নি ছবিটি।

মোদির বায়োপিক ছাড়াও আরও দুটি বায়োপিকের স্ক্রিনিং বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী NTR-র বায়োপিক 'লক্ষ্মী NTR' ও KCR-র বায়োপিক 'উদয়ামা সিমহাম'-ও এই তালিকায় আছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details