মুম্বই : দীপিকা পাদুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, মলাইকা অরোরা, শাহিদ কাপুরের মতো তারকাদের কয়েকদিন আগেই করণ জোহরের পার্টিতে দেখা গিয়েছিল । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার হতেই অনেকে মনে করেছিলেন পার্টিতে ড্রাগ সেবন করেছেন তারকারা । সেই ঘটনায় বলিউডকে খোলা চিঠি লিখে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর এস সিরসা ।
মনজিন্দর তাঁর অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে লেখেন, বলিউডের তারকাদের জবাবদিহি থেকে বাঁচা ন্যায়সঙ্গত নয়, কারণ দেশের এক বড় অংশ তাঁদের পুজো করেন ।
বলিউডের এ-লিস্টার্সদের রেফার করে সিরসা টুইটে লেখেন, "আপনাদের রাষ্ট্রীয় যেকোনও অনুষ্ঠানে সবচেয়ে সামনের রো দেওয়া হয় । বিদেশে আপনাদের সঙ্গে ভারতের বেসরকারী রাষ্ট্রদূতের মতো ব্যবহার করা হয় । মানুষের ট্রেন্ডসেটার, হেয়ারকাট, হেমলাইন এমন কী, বাচ্চাদের নামকরণেও আপনারা রয়েছেন । এটা কি ঠিক যখন আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনের অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যান এবং ইনস্টাগ্রামে নিজেদের ড্রাগ পার্টিকে দেখাতে থাকেন ?"
করণ জোহারের শেয়ার করা ভিডিয়োর কথা তুলে তিনি লেখেন, "যদি এটা ড্রাগ পার্টি নয়, তাহলে এখানে কোনও খাবার বা পানীয় নেই কেন ?"