পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিংয়ের আগে পুজো অক্ষয়-মানুষীদের - পৃথ্বীরাজ

2017 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার । কিন্তু, এতদিন কোনও ছবিতেই অভিনয় করতে দেখা যায়নি তাঁকে । আর 'পৃথ্বীরাজ' ছবির মাধ্যমেই অভিনয়ে হাতিখড়ি দেবেন তিনি ।

dgf

By

Published : Nov 15, 2019, 10:36 PM IST

মুম্বই : অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার । ছবির নাম 'পৃথ্বীরাজ' । আর ছবির শুটিং শুরু আগেই পুজো সেরে নিলেন পরিচালক সহ ছবির কলাকুশলীরা ।

2017 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার । কিন্তু, এতদিন কোনও ছবিতেই অভিনয় করতে দেখা যায়নি তাঁকে । আর 'পৃথ্বীরাজ' ছবির মাধ্যমেই অভিনয়ে হাতিখড়ি দেবেন তিনি ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন অক্ষয় কুমার । সেখানে অক্ষয় ও মানুষী ছাড়াও রানি মুখার্জি, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীকে হাতজোড় করে হোমকুণ্ডের সামনে বসে থাকতে দেখা গেছে । আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি । পুজোর ভিডিয়ো শেয়ার করে তার ক্যাপশনে একথা জানিয়েছেন অক্ষয় ।

9 সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিনে ছবির কথা প্রথম ঘোষণা করা হয়েছিল । ছবিতে পৃথ্বীরাজ চৌহানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মানুষী । মুম্বই ও রাজস্থানের বেশ কিছু জায়গায় ছবির শুটিং করা হয়েছে ।

এই ছবি ছাড়াও একাধিক ছবি রয়েছে অক্ষয়ের হাতে । 'গুড নিউজ়' ছবিতে করিনা কাপুর, কিয়ারা আডবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । চলতি বছরের 27 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । এছাড়া 'লক্ষ্মী বম' ছবিতেও অভিনয় করবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details