পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

25 হাজার PPE কিট দেওয়ায় শাহরুখকে ধন্যবাদ মহারাষ্ট্রের মন্ত্রীর - shah rukh donate 25 thousand ppe kits

টুইটে শাহরুখ লেখেন, "আপনাদের সাহায্যের জন্যই এই কিট দেওয়া । মানবতা ও সবাইকে সাহায্য করার জন্য আমরা জোটবদ্ধ । এই সাহায্য করতে পারায় আমি খুবই খুশি । আপনার পরিবার ও টিম যেন নিরাপদে ও সুস্থ থাকে এই কামনা করি ।"

োে্
ো্

By

Published : Apr 14, 2020, 12:50 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন তহবিলে অনুদানের জন্য এগিয়ে এসেছিলেন একাধিক তারকা । এদিকে শাহরুখ খান কেন কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন নেটিজ়েনরা । তারপরই দেশজুড়ে একাধিক সংস্থায় অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । মুখ বন্ধ হয়ে যায় সমালোচকদের । তবে শুধু অনুদানই নয়, মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।

একজোট হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন দেশবাসী । সংক্রমণ ঠেকাতে দেশেজুড়ে জারি লকডাউন । বন্ধ সব কিছুই । ফলে কোনও কাজ না থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । ঠিক মতো খাবারও পাচ্ছেন না তাঁরা । আর তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে একাধিক সংস্থা । এমনকী, সরকারের তরফে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল । সেখানেও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন একাধিক তারকা । একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখও । আর এবার মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার PPE কিট তুলে দেন তিনি ।

এই সাহায্যের জন্য শাহরুখকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন রাজেশ তোপে । লেখেন, "25 হাজার PPE কিট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাহরুখ । আপনি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনি আমাদের যে সমর্থন করলেন তা অনেকদিন কাজে লাগবে ।"

এর পালটা টুইট করে রাজেশ তোপেকে ধন্যবাদ জানান শাহরুখও । লেখেন, "আপনাদের সাহায্যের জন্যই এই কিট দেওয়া । মানবতা ও সবাইকে সাহায্য করার জন্য আমরা জোটবদ্ধ । এই সাহায্য করতে পারায় আমি খুবই খুশি । আপনার পরিবার ও টিম যেন নিরাপদে ও সুস্থ থাকে এই কামনা করি ।"

তবে শুধু শাহরুখই নন । কোরোনা মোকাবিলায় এগিয়ে এসেছে তাঁর ফ্যান ক্লাবও । পিএম কেয়ার্স ফান্ডে এক লাখ টাকা অনুদান দেয় 'SRK ইউনিভার্স ফ্যান ক্লাব'।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details