মুম্বই : কোরোনা মোকাবিলায় বিভিন্ন তহবিলে অনুদানের জন্য এগিয়ে এসেছিলেন একাধিক তারকা । এদিকে শাহরুখ খান কেন কোথাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন নেটিজ়েনরা । তারপরই দেশজুড়ে একাধিক সংস্থায় অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । মুখ বন্ধ হয়ে যায় সমালোচকদের । তবে শুধু অনুদানই নয়, মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।
একজোট হয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন দেশবাসী । সংক্রমণ ঠেকাতে দেশেজুড়ে জারি লকডাউন । বন্ধ সব কিছুই । ফলে কোনও কাজ না থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । ঠিক মতো খাবারও পাচ্ছেন না তাঁরা । আর তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে একাধিক সংস্থা । এমনকী, সরকারের তরফে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল । সেখানেও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন একাধিক তারকা । একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখও । আর এবার মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার PPE কিট তুলে দেন তিনি ।