মুম্বই : কোরোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য ফেসবুকে 'আই ফর ইন্ডিয়া' নামে এক লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল । সেখানে যোগ দিয়েছিলেন হলিউড ও বলিউডের একাধিক তারকা । গান থেকে শুরু করে কবিতা পাঠ কনসার্টে সবই করেন তারকারা । তবে নিজের বাড়ির মধ্যে বসে । আর এই কনর্সাটেই যোগ দিয়েছিলেন মাধুরি দীক্ষিতও । তবে একা নন । ছেলে অরিনের সঙ্গে ।
কনসার্টে ইদ শিরানের গান গাইতে দেখা যায় মাধুরিকে । আর পিয়ানো বাজান তাঁর ছেলে । ওই ভিডিয়োতে কালো প্যান্ট ও সাদা টপ পরেছিলেন মাধুরি । আর কালো সুটে দেখা গিয়েছে অরিনকে । ভিডিয়োর শুরুতে নিজেদের পরিচয় দেন তাঁরা । যে কারণে কনসার্টের আয়োজন করা হয়েছে ভিডিয়োতে তারও উল্লেখ করেন দু'জনেই । তারপর শুরু করেন গান ।
'আই ফর ইন্ডিয়া' ভার্চুয়াল কনসার্ট থেকে ইতিমধ্যেই 52 কোটি টাকা জোগাড় হয়েছে বলে জানা গিয়েছে । শাহরুখ খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, হৃত্বিক রোশন, করিনা ও সইফ আলি খান, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান ও মাধুরির মতো দেশ বিদেশের 85 জন তারকা অংশ নিয়েছিলেন এই কনসার্টে । এই কনসার্টের আয়োজন করেছিলেন করণ জোহর ও জ়োয়া আখতার ।
লকডাউনের মধ্যে এখন অন্য তারকাদের মতো বাড়িতেই রয়েছেন মাধুরি । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । কিছুদিন আগে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন । যেখানে ছেলের তবলার তালে নাচতে দেখা গিয়েছিল মাধুরিকে ।
এছাড়া এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মাধুরি । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে । কখনও বাড়ির পোষ্যর সঙ্গে খেলায় মেতে উঠতে দেখা যাচ্ছে তাঁকে । আবার কখনও ডুবে থাকছেন বইয়ের মধ্যে । আর এভাবেই কেটে যাচ্ছে তাঁর কোয়ারেন্টাইনের দিনগুলি ।