পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দেশবাসীকে বাড়িতে থাকার অনুরোধ লতার

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন একাধিক তারকা । আর এবার টুইট করে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

df
df

By

Published : Apr 9, 2020, 9:20 AM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । এই সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । দেশবাসীকে ঘরে থাকতে অনুরোধ করেছেন একাধিক তারকাও । আর এবার টুইট করে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করলেন লতা মঙ্গেশকর । পাশাপাশি প্রধানমন্ত্রীর কথা মেনে চলার পরামর্শও দেন তিনি ।

টুইট করে তিনি লেখেন, "কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব । তাই এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা যে বলছেন, বাড়ি থেকে না বের হতে । ঘরের মধ্যে থাকতে । সেটা শুনে চলা আমাদের কর্তব্য ।"

কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । এই সময় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । দেশজুড়ে জারি লকডাউন । যদিও সেই নির্দেশকে গুরুত্ব না দিয়ে প্রয়োজন ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকেই । দেশের একাধিক এলাকার বাজার, দোকান ও ব্যাঙ্কে ধরা পড়ছে ভিড়ের ছবি ।

এর আগে ভিডিয়ো বার্তার মাধ্যমে, ছবি পোস্ট করে বা টুইট করে মানুষকে কোরোনা নিয়ে সতর্ক করেছেন একাধিক তারকা । সবাইকে বাড়িতে থাকার অনুরোধও করেছেন তাঁরা । তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, সোনম কাপুর, সঞ্জয় দত্ত, সলমান খান, অমিতাভ বচ্চন সহ আরও অনেকে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন লতা মঙ্গেশকর ।

এখনও পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে 4 হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 149 ।

ABOUT THE AUTHOR

...view details