মুম্বই : 28 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর । মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । বাড়ি ফিরে টুইটও করেছেন এই কিংবদন্তী গায়িকা ।
টুইট করে নিজের বাড়ি ফেরার কথা ফ্যানদের জানিয়েছেন তিনি । লেখেন, "নমস্কার, গত 28 দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম আমি । নিউমোনিয়ার চিকিৎসা চলছিল । যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছি ততক্ষণ আমাকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাইছিলেন ডাক্তাররা । আজ বাড়ি ফিরলাম ।"
পাশাপাশি শুভাকাঙ্খি ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি । লেখেন, "শুভকাঙ্খিদের কাছে আমি কৃতজ্ঞ । আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা কাজে দিয়েছে । ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা অভিভাবকের মতো আমার দেখভাল করেছেন । অসংখ্য ধন্যবাদ ।"