পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

28 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর । টানা 28 দিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ বাড়ি ফেরেন ।

df
df

By

Published : Dec 8, 2019, 7:13 PM IST

মুম্বই : 28 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর । মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । বাড়ি ফিরে টুইটও করেছেন এই কিংবদন্তী গায়িকা ।

টুইট করে নিজের বাড়ি ফেরার কথা ফ্যানদের জানিয়েছেন তিনি । লেখেন, "নমস্কার, গত 28 দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম আমি । নিউমোনিয়ার চিকিৎসা চলছিল । যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছি ততক্ষণ আমাকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাইছিলেন ডাক্তাররা । আজ বাড়ি ফিরলাম ।"

পাশাপাশি শুভাকাঙ্খি ও চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি । লেখেন, "শুভকাঙ্খিদের কাছে আমি কৃতজ্ঞ । আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা কাজে দিয়েছে । ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা অভিভাবকের মতো আমার দেখভাল করেছেন । অসংখ্য ধন্যবাদ ।"

এদিকে লতার বাড়ি ফেরার খবর দেখার পর আনন্দে ফেটে পড়েছেন ফ্যানরা । টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা ।

একজন লেখেন, "আপনার সুস্থতার খবর পেয়ে খুব খুশি । হাজার বছর বাঁচুন আপনি ।" আবার কেউ লেখেন, "সব সময় সুস্থ থাকুন ।"

এই 28দিন ধরে তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত যাবতীয় খবর মিডিয়াকে দিয়েছিলেন পরিবারের সদস্যরা । প্রতিদিনের আপডেট দেওয়া হত । তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন হেমা মালিনী ও শাবানা আজ়মি । লতার দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তাঁরা ।

28 সেপ্টেম্বর 90 বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর । আন্তর্জাতিক স্তরে দেশের নামও উজ্জ্বল করেছেন তিনি । মোট 36 টি প্লেব্যাক করেছেন । 2001 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে । 1948 সাল থেকে 1974 সাল পর্যন্ত 25 হাজারটি গান গেয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details