পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বলিউডে 6 বছর, নস্টালজিক কৃতি - কৃতি শ্যানন

টাইগার শ্রফের সঙ্গে 'হিরোপন্তি' ছবিতে অভিনয় করেছিলেন কৃতি । তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছেন । আর আজ বলিউড ইন্ডাস্ট্রিতে 6 বছর পূরণ করলেন তিনি ।

df
dsf

By

Published : May 23, 2020, 6:15 PM IST

মুম্বই : 2014-তে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি 'হিরোপন্তি'। তারপর থেকেই বলিউডে একাধিক অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । দেখতে দেখতে বলিউডে ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন 6টা বছর । তবে এখনও স্বপ্নের জগতেই রয়েছেন বলে জানিয়েছেন কৃতি শ্যানন ।

টাইগার শ্রফের সঙ্গে 'হিরোপন্তি' ছবিতে অভিনয় করেছিলেন কৃতি । তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছেন । পরিচিতির পাশাপাশি পেয়েছেন সাফল্যও। আর আজ বলিউড ইন্ডাস্ট্রিতে 6 বছর পূরণ করলেন তিনি ।

আজ 'হিরোপন্তি'-র একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেন কৃতি । তার ক্যাপশনে লেখেন, "এটা আমার প্রথম বলিউড পোস্টার । সেটা মুক্তি পাওয়ার আনন্দটা ছিল একেবারেই অন্যরকম । ওইদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম । খাট থেকে লাফিয়ে নেমে দৌড়ে গিয়ে খবরের কাগজের প্রথম পাতাটা দেখি । সেই দিন থেকে এখনও পর্যন্ত আমি স্বপ্নের জগতেই রয়েছি ।"

এছাড়া এই পোস্টে 'হিরোপন্তি'-র কলাকুশলীদের ধন্যবাদ জানান কৃতি । লেখেন, "এই ছবিতে আমাকে নেওয়ার জন্য সাজিদ স্যার, সব্বির স্যারের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব । আর টাইগার আমি খুবই খুশি যে তোমার সঙ্গে যাত্রাটা শুরু করতে পেরেছি ।"

এদিকে লকডাউনের মধ্যে বন্ধ শুটিং । তাই এই সময় শুটিং সেটকে খুবই মিস করছেন কৃতি । সেই কথাও এই পোস্টে উল্লেখ করেন তিনি । লেখেন, "আবার সেটে ক্যামেরার সামনে ফেরার জন্য মুখিয়ে রয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details