পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মিমি'-র শুটিং শেষ করা নিয়ে কোনও তাড়া নেই নির্মাতাদের

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, "আমাদের পাঁচ দিনের মতো শুটিং বাকি রয়েছে । তার মধ্যে একটা গানের দৃশ্যের শুটিং ও কিছু অন্য দৃশ্যের শুটিং রয়েছে । তবে আমাদের শুটিং শুরু করার কোনও তাড়াহুড়ো নেই । মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে । যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কোনও শুটিং শুরু করব না ।"

asd
asd

By

Published : Jun 24, 2020, 2:26 PM IST

মুম্বই : কৃতি শ্যাননের আপকামিং ছবি 'মিমি'। সেখানে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর । লকডাউনের আগে শুরু হয়েছিল ছবির শুটিং । কিন্তু, তারপর তা বন্ধ করে দেওয়া হয় । বাকি রয়েছে ছবির বেশ কিছু দৃশ্যর শুটিং । যদিও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং শুরু করবেন না বলে জানিয়েছেন পরিচালক ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, "আমাদের পাঁচ দিনের মতো শুটিং বাকি রয়েছে । তার মধ্যে একটা গানের দৃশ্যের শুটিং ও কিছু অন্য দৃশ্যের শুটিং রয়েছে । তবে আমাদের শুটিং শুরু করার কোনও তাড়াহুড়ো নেই । মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে । যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কোনও শুটিং শুরু করব না ।"

এই চরিত্রর জন্য 15 কেজি ওজন বাড়াতে হয়েছিল কৃতিকে । তার জন্য বন্ধ রেখেছিলেন শরীরচর্চাও । সেই সময় শুধু ক্যালোরি যুক্ত খাবার খেতেন তিনি । ইচ্ছে না করলেও মাঝে মধ্যে খানিক জোর করেই খেতে হত তাঁকে । আর ওজন বাড়ানোর ওই প্রস্তুতিটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন তিনি ।

তবে লকডাউনের মধ্যে ওজন কমিয়ে ফেলেছেন কৃতি । আর এই বিষয়ে তাঁকে সাহায্য করেছেন ডায়েটিশিয়ন জাহ্নবী কানাকিয়া সঙ্গভি । ইনস্টাগ্রাম স্টোরিতে ডায়েটিশিয়নের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদও জানান অভিনেত্রী । তার ক্যাপশনে লেখেন, "মিমির জন্য ওজন বাড়ানো ও ঝরানোতে আমাকে সাহায্য করায় অনেক ধন্যবাদ । তোমাকে ছাড়া এটা সম্ভব ছিল না ! 15 কেজি ওজন বাড়াতে হয়েছিল । লকডাউনের মধ্যে বেশিরভাগ মেদই ঝরিয়ে ফেলেছি । আর হয়তো দেড় কেজি কমাতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details